বাংলাদেশ এবং এদেশে আসা যাওয়ার সুবিধার্থে একসাথে দুর্গা এবং কালীপুজো! ৮০ বছরের ঐতিহ্য শান্তিপুর সূত্রাগরের রায় পরিবারে

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর সূত্রাগড় চড়কতলা এলাকায় একটি পারিবারিক পূজোয় লক্ষ্য করা গেল দুর্গা এবং কালী মায়ের একই সাথে পূজা। এক চালায় দুর্গা মায়ের সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী যেমন রয়েছে ঠিক তেমনি আলাদাভাবে পাশে একটি কালি প্রতিমা রাখা রয়েছে। পরিবার থেকে জানানো হয়েছে পূজোটি বহু বছর আগে তাও প্রায় ১০০ বছরেরও বেশি সময়ে আগে বাংলাদেশে ছিলো। এর পরবর্তী প্রজন্ম শান্তিপুর সূত্রাগর কতবেলতলা এলাকাতে, সেখানে পুজোর সূচনা হলে বাংলাদেশ থেকে এই পুজোর সূচনাকারি প্রবীণ ব্যক্তি দুর্গা পুজো তারপর লক্ষ্মীপূজো তারপর কালীপুজো এতদিন থাকা সম্ভব হতো না। তাই তিনি একই সাথে দুর্গাপুজো এবং কালীপুজো করে ফিরে যেতেন বাংলাদেশ সেই থেকে এই রীতি হয়ে আসছে। বর্তমানে পুজো পরিচালনা করা রায় পরিবারের প্রধান দেবব্রত রায় জানান তার বাবা ঈশ্বর মোহিত কুমার রায় এবং ঠাকুর দাদা শান্তিপুরে পুজো করে চলেছেন প্রায় ৮০ বছর যাবত। তবে বাবা ছিলেন অত্যন্ত সুপরিচিত শিক্ষক তিনি এই পুজোর প্রচার এবং প্রসার অনেকটাই ঘটিয়েছিলেন। উত্তরসূরী হিসাবে বর্তমানে তিনিও চেষ্টা করছেন এবছর একটি চড়বড়ি বাজনা দল নিয়ে এসেছেন যা সচরাচর দেখা যায় না। আর তাই নিয়ে প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রায় বের হয়েছিলেন গতকাল।

Leave a Reply