করোনা আবহে আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

Social

দেবু সিংহ,মালদা: মালদার ফজলি এম জগৎ বিখ্যাত । করোনা আবহে আম বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আম বাগানের মালিকেরা। গত বছর তাঁরা ক্ষতির মুখ দেখেছিলেন। এবার কোনও রকমে সামলে উঠে আবার ব্যবসার কাজে নামেন। কিন্তু সামনে পুরো লকডাউনের কথা ভেবে আগেভাগে আম পাড়া শুরু করেছেন তাঁরা। তা ছাড়াও লকডাউনে শ্রমিক পাওয়া নিয়ে সমস্যা পড়তে হয়।

শুক্রবার ডিস্কোমোড়ে গিয়ে দেখা গেল, গাছ মালিকেরা আম পাড়ার কাজ শুরু করেছেন। এখন গোপাল ভোগ আম পাড়ার কাজ চলছে। যদিও জেলা উদ্যান পালন দপ্তর জানিয়েছে, মে মাসের শেষ সপ্তাহ থেকে গোপান ভোগ আম পাড়ার উপযুক্ত সময়। কিন্তু একটু আগেই পেড়ে নেওয়া হচ্ছে। এক মালিক গৌড় ঘোষ বলেন, ‘‌এমনিতে ১০টা পর্যন্ত বাজার। তার মধ্যে আমের দাম নেই এবার। বাইরের ক্রেতারাও যেমন আসছেন না, তেমনই আমাদের এখানকার আম বাইরে যাচ্ছে খুব কম। আমের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছি আমরা।’‌

Leave a Reply