স্টেট লেভেল ইন্টার স্কুল ওয়েট লিফটিং য়ে রাজ্যের মধ্যে প্রথম নদীয়ার শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র

Social

মলয় দে নদীয়া :-রাজ্যের সমস্ত বিদ্যালয়ের ভার এখন নদীয়ার শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণির ছাত্র শিলাদীপ্ত ঘোষের দুই হাতে। অর্থাৎ সম্প্রতি আন্ত বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে রাজ্য স্তরে। সে ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে জোনাল থেকে জেলা রাজ্য এভাবেই ছাত্রদের বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতা বিচার হলেও বেশ কিছু বিষয় জেলা স্তর থেকে এবং বেশ কিছু বিষয় রাজ্য স্তর থেকে সরাসরি করা হয়ে থাকে, যার মধ্যে ওয়েট লিফটিং অর্থাৎ ভারোত্তোলনও রয়েছে। গত ১২ই সেপ্টেম্বর হুগলির ভদ্রেশ্বরে আয়োজিত রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় প্রায় প্রত্যেক জেলা থেকেই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করে। সেখানে নদীয়া জেলা দ্বিতীয় স্থান অধিকার করে এবং নদীয়ার শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের শিলাদীপ্ত ঘোষ প্রথম স্থান অধিকার করে।

এ বিষয়ে বিদ্যালয় তো বটেই সমগ্র নদীয়া জেলার বিভিন্ন স্কুলের তরফে তাকে জানানো হয় শুভেচ্ছা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ সাধুখা জানান সমস্ত পরিকাঠামো বিদ্যালয়ের নেই ঠিকই তবে ছাত্রদের আগ্রহ অনুযায়ী তারা বিভিন্নভাবে সহযোগিতা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে শুধু এই বিষয়ে নয় সাঁতারে এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে তাদের বিদ্যালয়ের ছাত্ররা সুনাম অর্জন করেছে ইতিমধ্যেই। তবে শারীর শিক্ষা বিষয়টি আমাদের বিদ্যালয়ে রয়েছে যা শিলাদিত্য নিজেও পড়ছে। বিষয়টি সম্পর্কে পড়াশোনা করে খেলতে গেলে অনেকটাই সুবিধা হয় অন্যদের তুলনায়।
অন্যদিকে শিলাদীপ্ত বলে শর্টপুট, জাগলিং, ডিসকাস নানান খেলাধুলার সঙ্গে ছোটবেলা থেকে যুক্ত থাকলেও পাওয়ার লিফটিং এবং ওয়েট লিফটিং তার প্রিয়। এর আগেও পাওয়ার লিফটিংয়ে বেশ কিছু প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে তবে ওয়েট লিফটিং এই দ্বিতীয়বার। আগে জেলা স্তরের পেলেও এবার রাজ্য স্তরে প্রথম বারের জন্য তবে আগামীতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়াই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সে। পড়াশোনা এবং খেলাধুলো সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিদ্যালয় থেকে নানান সুযোগ সুবিধা পেলেও অনুশীলনের জন্য এ ধরনের ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছে সে।

Leave a Reply