করম পূজোর সূচনা ! উৎসবের শোভাযাত্রায় প্রকৃতি নারী এবং বন্যপ্রাণী সুরক্ষার দাবি

Social

করম পূজোর সূচনা ! উৎসবের শোভাযাত্রায় প্রকৃতি নারী এবং বন্যপ্রাণী সুরক্ষার দাবি

মলয় দে নদীয়া:-
“বছর পরে কারাম পরব
এটাই হামদের গরব
বৃষ্টি হচ্ছে হোক
আমরা আদিবাসী লোক।”
প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই গতকাল সন্ধ্যায় ধর্মীয় বিভিন্ন উপাচার সহ নদীয়ার করম উৎসব ২০২৪ দিশারীর তত্ত্বাবধানে সূচনা হয় শান্তিপুর পুরাতন রামনগর চর এলাকায়। যেখানে রয়েছে কয়েকশ আদিবাসী পরিবার, প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মেনে থাকে। কিন্তু এবছর করম পুজোর দ্বিতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে শামিল হলেন তারা।

নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর যেখানে রঙিন শাড়ি মাথায় কলস এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা। তবে এরই সাথে বর্তমান রাজ্য পরিস্থিতি অনুযায়ী রয়েছে তাদের প্রতিবাদও। হাতে লেখা পোস্টারে সুস্পষ্ট বক্তব্য অবিলম্বে অভয়া বিচার পাক, নারীসহ আদিবাসী এবং সকল বন্য পশু প্রাণী সুরক্ষিত থাকুক। সম্প্রতি রাজ্যে হাতি মৃত্যুতেও তারা সরব এবং প্রতিবাদী। প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই ধামসা মাদলের গর্জন এই দাবিকে আরো সুস্পষ্ট করে তোলে শান্তিপুরের রাজপথে মতিগঞ্জ মোড় থেকে শহরের প্রাণকেন্দ্র কাশ্যপ পাড়া পর্যন্ত। একদিকে করম পুজোর খুশির শোভাযাত্রা এবং অন্যদিকে সম্প্রতি নারী সুরক্ষা নিয়ে ওঠা প্রশ্ন এবং বন্যপ্রাণী নদী প্রকৃতি রক্ষায় বিভিন্ন দাবিতে প্রতিবাদী মিছিল একই সাথে চলে।

উদ্যোক্তারা জানাচ্ছেন বিভিন্ন জেলা থেকে লোকশিল্পীরা ইতিমধ্যেই চলে এসেছেন অনেকে বাকিরা ও আসছেন দুপুরের পর থেকেই শুরু হবে টুসু ভাদু গান সহ ম্যাজিক এবং অন্যান্য নানান অনুষ্ঠান যা স্থানীয় সকলকে আনন্দ দেবে তবে এরই মধ্যে থাকবে প্রকৃতি নারী এবং বন্যপ্রাণী সংরক্ষণের দাবিও। কারণ উৎসব থাকবেই তবে তারই মধ্যে থাকবে প্রতিবাদ ।

Leave a Reply