তুঙ্গে প্রস্তুতি ! জেলা যোগা অ্যাসোসিয়েশন ও কোলাঘাট বড়িশা স্বামীজি একাডেমির পক্ষ থেকে জাতীয় যোগাসন প্রতিযোগিতা

Social

পূর্ব মেদিনীপুর কোলাঘাট:– আগামী ২৭ শে মে ও ২৮ শে মে ২০২২ যোগা ফিজিক ফেজরেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় ওম অষ্টাঙ্গ যোগাফিজিক এসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা যোগা অ্যাসোসিয়েশন তত্ত্বাবধানে কোলাঘাট বড়িশা স্বামীজি একাডেমির ২৫ তম বর্ষ জাতীয় যোগাসন স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, ইতি মধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে, কোন থেকে দেশের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী এসে পৌঁছেছেন, হরিয়ানা, বিহার উত্তর প্রদেশ, মনিপুর, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য থেকে প্রায় ৬৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে এই জাতীয় যোগা প্রতিযোগিতায়।

এই সম্বন্ধে বড়িশা স্বামীজি একাডেমির সম্পাদক বিশ্বনাথ দাস বলেন নিয়মিত যোগা ব্যায়াম করলে শরীর ভালো থাকে তার জন্য নিয়মিত যোগাসন করা উচিত।

Leave a Reply