মলয় দে নদীয়া :- ২০২২- ২৩ শিক্ষাবর্ষে নির্মল বিদ্যালয় পুরস্কার ঘোষিত হল। এই বছর নদিয়া জেলা থেকে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল মিলিয়ে মোট ৫৮ টি স্কুলকে নির্মল বিদ্যালয় পুরস্কার সর্বশিক্ষা মিশনের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দেওয়া হল।
নদীয়া জেলার প্রত্যেক সার্কেল থেকে একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুল নির্বাচিত হয়েছে। শান্তিপুর নতুনচক্রে প্রাইমারি স্কুল ডাক্তার রমেশ চন্দ্র বঙ্গ স্মৃতি প্রাইমারি স্কুল ২০২-২৩ শিক্ষাবর্ষের নির্মল বিদ্যালয় পুরস্কার অর্জন করেছে। ১৭ ই অক্টোবর মঙ্গলবার নদীয়া জেলার সর্বশিক্ষা মিশনের অফিস ,শিক্ষাভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলগুলিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ, ডি আই অফ স্কুল এবং নদীয়া জেলার প্রশাসনের আরও অনেক শীর্ষকর্তারা। নির্মল বিদ্যালয় পুরস্কার রাজ্যের স্কুল শিক্ষার যে সর্বোচ্চ তিনটি সম্মান আছে, তার মধ্যে একটি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া ডাক্তার রমেশ চন্দ্র বঙ্গ স্মৃতি প্রাইমারি স্কুল তাদের প্রতিষ্ঠার 49 থেকে 51 তম বর্ষে বিদ্যালয়কে সাজিয়ে তুলছে যেমন কালার ক্লাস রুম, স্মার্ট ক্লাস রুম, সিসিটিভি বসানো, ক্যাম্পাস, মনীষীদের আবক্ষ মূর্তি স্থাপন। এছাড়ও গত শিক্ষাবর্ষে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এই স্কুল থেকেই রাজ্যস্তরে যোগব্যায়ামে সপ্তম স্থান অধিকার করে এই স্কুলের ছাত্র। এদিন আবার এক নতুন সম্মান পেল স্কুলটি। নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, মিড ডে মিল ব্যবস্থাপনা এবং বিদ্যালয়ের পরিকাঠামোর ওপর ভিত্তি করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিল্লোল নন্দী মহাশয় বলেন আমরা সব সময়ই নতুন এবং আধুনিক ভাবনার মাধ্যমে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় এই সর্বোচ্চ সম্মান আমাদের আরো উদ্বুদ্ধ করবে ভালো কাজ করতে।