অমর্ষি হুমায়ুন শাহরাঃ ২৩ তম উরস মোবারক উৎসব

Social

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: শুরু হলো অমর্ষি হুমায়ুন শাহরাঃ ২৩ তম উরস মোবারক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সতের শতকের প্রথম দিকে দক্ষিণ পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে পটাশপুরের অমর্ষি পরগনাতে আসেন হজরত শাহ সুফি মখদুম সাহাবুদ্দিন চিস্তি রাহমা তুল্লাহ আলয়। তার সঙ্গে বহু ইসলামিক সুফি সাধকরাও আসেন। এদের মধ্যে একজন ছিলেন হজরত শাহ হুমায়ুন রাঃ।

অমর্ষি সিং রাজার সঙ্গে যুদ্ধ করার সময় নিহত হন। ইনি ২৮ শে ফাল্গুন নিহত হন তাই উনার স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর ঐ দিনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের অমর্ষিতে উরস উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিবছের মতো এবছরও মহা ধুমধামের মাধ্যমে ঐ উৎসব পালিত হচ্ছে। ফিতে কেটে ঐ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজসেবী পীযুষকান্তি পন্ডা। ঐ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুফি পরিবারের বংশধর মির্জা আজিজুল বেগ আল কাদেরি। তিনদিন ধরে চলবে ঐ অনুষ্ঠান। উৎসবে পটাশপুর সহ পার্শ্ববর্তী এলাকার ভক্তদের আগমন রয়েছে দেখার মতো।

Leave a Reply