সোশ্যাল বার্তা : হনুমানজির ওপর বিশ্বাস রয়েছে অনেকেরই । অনেকেই হনুমান চালিশা দিয়েই শুরু করেন দিন৷ কিন্তু জানেন কি নদিয়া জেলার কৃষ্ণনগরের বাস স্টান্ড এর পাশে ষষ্ঠী তলায় তৈরি হয়েছে ১০৮ সংকট মোচন হনুমান মন্দির ।
সোমবার সেই মন্দিরে অনুষ্ঠিত হলো পূজা । পবন বীর হনুমানের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বালনসহ পূজা দেন এলাকার মহিলারা ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে চলছে মাইকে করোনা সচেতনতা প্রচার । তবে একমাত্র স্যানিটাইজ করার পরেই এই মন্দিরে প্রবেশের ব্যবস্থা রয়েছে ।