ন্যাশনাল মিটে মেয়েদের ৩৫ কিমি হাঁটায় তৃতীয় হলেন বাংলার পূজা প্রামানিক

Social

দেবু সিংহ,মালদা: গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত ৩৬ তম ন্যাশনাল মিটে মেয়েদের ৩৫ কিমি হাঁটায় তৃতীয় হলেন পূজা প্রামানিক। পশ্চিমবঙ্গ থেকে মোট ২৬ জন অংশ নিয়েছিল। তার মধ্যে একমাত্র পূজা প্রামানিক রাজ্যের মুখ উজ্জ্বল করে তৃতীয় হয়েছেন। রবিবার তাকে মালদা এয়ারপোর্ট এর মাঠে সংবর্ধনা জানানো হয় ফুলের তোরা এবং ছোট্ট উপহার তুলে দিয়ে। তাকে সংবর্ধনা জানান তাঁর কোচ অমিতাভ রায়। এই মাঠে প্রায় দু বছরের বেশি সময় অনুশীলন নেওয়া পূজার স্বপ্ন ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে মাঠে নামা।

বর্তমানে পূজা দেরাদুনের মহারানায় কোচ অনুপ বিস্টের কাছে অনুশীলন করছেন। ন্যাশনাল মিটে এই সাফল্যের পর মালদায় ফিরতেই তাকে সম্বর্ধনা দেওয়া হয় তার সহকর্মী এবং কোচের পক্ষ থেকে। পূজার বাড়ি মালদার মির্জাতপুরে। তবে কর্মসূত্রে পূজা বর্তমানে শিলিগুড়িতে থাকে। তার এই সাফল্যে তার সহকর্মীদের তিনি উৎসাহিত করতে চান‌। আগামীতে তার স্বপ্ন ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে খেলা। এই বিষয়ে তার কোচ অমিতাভ রায় জানান, করোনার জন্য সাত বছর পর অনুষ্ঠিত হল ন্যাশনাল মিট। পশ্চিমবঙ্গ থেকে ২৬ জন অংশ নিয়েছিল। তারমধ্যে পূজা প্রামাণিক একমাত্র তৃতীয় হয়েছেন। মালদা নয় উত্তরবঙ্গ এর জন্য গর্বিত। তিনি আশাবাদী মালদার ক্রীড়া পরিকাঠামো এবং ভালো মাঠ থাকলে পূজার মতো আরো অনেক প্রতিভা জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে।

Leave a Reply