অভিজিৎ হাজরা, হাওড়া :- রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে – মননে। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথের সঙ্গী। রবীন্দ্রনাথ আমাদের সুখ – দুঃখের কবি। হতাশাগ্ৰস্থ জীবনের হতাশা কাটানোর কবি। পথের দিশা দেখানোর কবি। রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র ২৫ শে বৈশাখ নয়। রবীন্দ্র জয়ন্তী সারা বছরের।যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য না হলে সেই অনুষ্ঠানের পরিপূর্ণতা পায় না। গঙ্গা জলেই যেমন গঙ্গা পূজা হয়, ঠিক তেমনিই রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, রবীন্দ্র সৃষ্ট কবিতা আবৃত্তি,রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য আলেখ্য, রবীন্দ্র গীতি নাট্য, রবীন্দ্র নৃত্যনাট্য,নাটক ,হাস্যকৌতুক, গীতি আলেখ্য পরিবেশনের মাধ্যমে। বাঙালীর চিরন্তন ব্যক্তিত্ব বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে ‘ গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি ‘ আর ৩ শ্রীনগর , গড়িয়া স্টেশন,পঞ্চসায়র, নরেন্দ্রপুর,কলকাতা ২৪ (দক্ষিণ), সোনারপুর ‘ প্রগতি সংঘ ভবন ‘ হরিনাভী তে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যা পালন করল। এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন মোনালিসা,আদ্রিজা ব্রহ্মচারী, পারবিনা, সানিয়া সর্দার ,সুপ্রতিম ভট্টাচার্য ,প্রিয়াংশু,রিধিশা, লহড়ী সেনগুপ্ত । সংগীত পরিবেশন করেন অনির্বাণ মুখার্জী,টিনা ভগৎ, সুব্রত ব্যানার্জী। নৃত্য পরিবেশন করেন দিশা ব্যানার্জী ও গ্ৰুপ, শ্রাবণী হালদার ও গ্ৰুপ, সুপর্ণা সোমী ও গ্ৰুপ,সঞ্চিতা দেব, সম্প্রীতি নস্কর, অনির্বাণ দলুই। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রা ঘোষাল,ডঃ তাপস দে,ডঃ সজল রায়চৌধুরী,দেবু বসু, শংকর রায়,সৌমেন্দ্র মোহন ঘোষাল,প্রণব মাইতি,সুব্রত মজুমদার, সমাজসেবী দীপঙ্কর মিত্র প্রমুখ।সভাপতিত্ব করেন সমাজসেবী মানিক ঘোষ ।
‘ গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সমাজসেবী সুব্রত সাহা বলেন, ” সময়ের দাবি মেনে আর্থ -সামাজিক উন্নয়নে এই সংগঠন সমাজের আলোর পথ দেখাতে কর্মোদ্যোগকে হাতিয়ার করে স্বনির্ভর ও কারিগরী বিদ্যায় পারদর্শী হতে সাহায্য ও সহযোগিতা দিয়ে থাকে। এছাড়াও এই সংগঠন শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষার প্রসারে ফ্রি এডুকেশন কোচিং সেন্টার, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, মহিলাদের জন্য ফ্রি সেলাই – কাটিং শিক্ষা, বিউটিশিয়ান কোর্স শিক্ষা দিয়ে থাকে।তৎসহ বৃক্ষ রোপন, পরিবেশ সচেতনতা শিবির, ক্রিয়া প্রশিক্ষণ শিবির, সমাজ সচেতনতা শিবির ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবী সুব্রত সাহা , সমাজসেবী মানিক ঘোষ,জহর নাইয়া , মোনালিসা । ‘ গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করেন পি সি চন্দ্র জুয়েলার প্রাইভেট লিমিটেড, সমাজসেবী ধ্রুব ধর , সমাজসেবী ভাস্কর ঘোষ , সমাজসেবী বুলাই বসু ,সহ সমস্ত কলাকুশলীদের ও তাদের অভিভাবক – অভিভাবকদের প্রতি ,শ্রোত্রীমন্ডলী ও দর্শনার্থীদের প্রতি। এই ধরণের মন্ত্রমুগ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য উপস্থিত সকলেই ‘ গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক মন্ডলী ও স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবিকাদের প্রশংসিত করেন । উপস্থিত সকলেই এই ধরণের অনুষ্ঠান সারা বৎসর ধারাবাহিক ভাবে করার জন্য সংগঠনের কর্মকর্তাদের অনুরোধ করেন।