মলয় দে নদীয়া-ফল প্রকাশিত হওয়ার পর জয়েন্টে জয়জয়কার নদীয়ার । রাজ্যের মধ্যে দ্বিতীয় কল্যাণীতে তৃতীয় কৃষ্ণনগরে।
দ্বিতীয় স্থান আধিকারিক করেছে কল্যাণী এক্সপেরি মেন্টালের ছাত্র সুভ্রদীপ পাল। আর এই খবর আসার পর হালিশহরের বাড়িতে খুশির হাওয়া। যদিও সুভ্রদীপ এই মুহূর্তের একটি কলকাতার জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে একটি ক্যাম্পে রয়েছে এখান থেকেই ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন।
শুভদীপ পাল ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় স্থান অধিকার করে উচ্চমাধ্যমিকে ৯২ পার্সেন্ট নম্বর পেয়েছিল সে।
অন্যদিকে কৃষ্ণনগরেও খুশির হাওয়া রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল কৃষ্ণনগরের বিবস্বান বিশ্বাস। কৃষ্ণনগর বিশপ মরো বিদ্যালয়ের ছাত্র। কৃষ্ণনগর ৫ নম্বর ওয়ার্ড কাঁঠালপোতা এলাকার বাসিন্দা।