মলয় দে নদীয়া :- নদীয়ার চকদিগনগর স্পোর্টস ভিলেজে আজ অনুষ্ঠিত হল নদীয়া ডিস্ট্রিক্ট টেবিল টেনিস কম্পিটিশন। জেলার বিভিন্ন ক্লাব ও স্কুলের ৬০ জন খেলোয়াড় এতে অংশ নিয়েছিল।উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি নিলীমেশ রায়চৌধুরী, সম্পাদক মিলন ঘোষ ও কোষাধ্যক্ষ প্রিয়রঞ্জন নাগ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন দেবাশিস বিশ্বাস। স্পোর্টস ভিলেজের পক্ষ থেকে অমিতাভ চক্রবর্তী ও দীপক রায় অতিথিদের অভিনন্দন জানান।
জেলার বিভিন্ন ক্লাব ও স্কুলের পাশাপাশি খেলায় অংশ নিয়েছিল রাজ্য পুলিশের নাইন্থ ব্যাটেলিয়নের পুলিশ কর্মীরাও।ডিস্ট্রিক্ট কম্পিটিশনে সাফল্য অর্জনকারীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরাস্টেট কম্পিটিশনে অংশ নেবে।
প্রসঙ্গত ২০২১ সালে সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাঁতার, স্কেটিং, রাইফেল শুটিং, তীরন্দাজি, ক্যারাটে, ফুটবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, এথলেটিক্স, জিমনেসিয়াম, যোগব্যায়াম, নাচ, গান, আঁকা ইত্যাদি শিখতে জেলার বিভিন্ন প্রাপ্য এমনকি রাজ্যের অন্যান্য জেলা থেকেও প্রশিক্ষণ নিতে আসে ছাত্রছাত্রীরা। তবে নদিয়া জেলার মধ্যে স্কেটিং এর প্রথম শিক্ষা কেন্দ্র এটি। রাইফেল শুটিং তীরন্দাজি টেবিল টেনিসেও নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা পরীক্ষার ব্যবস্থা খুব বেশি চোখে পড়ে না এই সংস্থা ছাড়া। বর্তমানে রাজ্য এবং জাতীয় স্তরে বিভিন্ন স্বনামধন্য ক্রীড়াবিদরা অনেকেই এই সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন।