কর্মহীন মানুষকে কার্ড দিয়ে আমন্ত্রণ করে মধ্যাহ্নভোজের আয়োজনে স্বেচ্ছাসেবীরা

Social

সোশ্যাল বার্তা : করোনা আবহে সাধারণ মানুষ যখন জীবিকা হারিয়ে কর্মহীন,তখন মানবতার সেবায় এগিয়ে যেতে দেখা দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে।

উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের  আশ্রাফাবাদ দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ধরা পড়ল এক মানবতার ছবি। সেখানে কার্ড দিয়ে আমন্ত্রণ করে অনুষ্ঠানের মোড়কে জীবিকা চলে চলে যাওয়া মানুষদের বসিয়ে পেট ভরে খাওয়ানো কর্মসূচি গ্রহণ করা হল। খাওয়ার মেনুতে ছিল ভাত,ডাল,চিপস,চিকেন কষা,পাপড়,চাটনি,মিস্টি। তবে অনুষ্ঠান চলাকালীন যাদের কার্ড দেওয়া হয়নি ,সেই রকম অসহায় মানুষদের ও পেট ভরে খাবার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

স্বপ্নের খোঁজে ও নবদিগন্ত ট্রাস্ট এর উদ্যোগে অশোক নগর প্রেস ক্লাবের মাধ্যমে বৈশাখী উৎসব কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয়। উদ্যোক্তারা জানান ” সমাজের জন্য আমরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে চাই। আগামী দিনে আরো বড় কর্মসূচি গ্রহণ করতে চাই। আমাদের সকলের একটাই লক্ষ্য মানুষের, সমাজের কাজ করা।”

সংগঠের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply