সাঁওতালী মাধ্যমে মাধ্যমিকে রাজ্যে প্রথম রমনী টুডু

Social

ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিভিন্ন মাধ্যমের ছাত্র ছাত্রীদের পাশাপাশি সাঁওতালী মাধ্যমের পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। দরিদ্রতাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকা শালতোড়া ব্লক গোগড়া অঞ্চল যাদবপুর গ্রামের দিনমজুর দরিদ্র পরিবার থেকে উঠে আসা চাঁদড়া কল্যান সংঘ হরিজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রমনী টুডু প্রাপ্ত নম্বর ৫৭০ পেয়ে সাঁওতালী মাধ্যমে মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে।

জানা যায় বিদ্যালয়ে শিক্ষালাভের জন্য যা যা পরিকাঠামো থাকা প্রয়োজন তা কিন্তু নেই। বিদ্যালয়ে দুজন ছাড়া বিষয় ভিত্তিক কোনো শিক্ষক/শিক্ষিকা সাঁওতালী ভাষায় পড়াশোনা করানোর কেউ নেই, আছে কয়েক জন পার্শ্ব শিক্ষক তারাও আবার উচ্চ প্রাথমিক পর্যন্ত।

নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা মাতৃভাষা কে সমৃদ্ধি করার তাগিদে হার স্বীকার করেনি রমণী। দরিদ্রতাকে পাশে বসিয়ে তার নিজের লক্ষ্য অবিচল রেখে প্রতিষ্ঠিত হওয়ার ছোট্ট স্বপ্ন কে বাস্তবায়ন করার আশায় সচেষ্ট। তাই আজ পরিবারের মুখে, গ্রামবাসির মুখে একটুকরো হাঁসি ফোটাতে পেরেছে। ভবিষ্যতে সে ভালো শিক্ষিকা হতে চাই এবং সমাজ কে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু তার দরিদ্রতা তাকে কিছুটা হলেও ভাবাই। যদিও সে তার ল়ক্ষ্যে অবিচল।

Leave a Reply