নিজের রেকর্ড ভেঙে ২৯ বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় রিতা শেরপার

Social

ওয়েব ডেস্ক: নিজের রেকর্ড নিজে ভেঙে ফের বিশ্ব ইতিহাস সৃষ্টি করেছেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে এবার নিয়ে মোট ২৯ বার আরোহণ করলেন তিনি ! রোববার (১২ মে) এভারেস্টে উঠে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন রিতা শেরপা। রিতা শেরপার অভিযাত্রী সংগঠক “সেভেন সামিট ট্রেকস”এর মিংমা শেরপা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে কামি রিতা পর্বত চূড়ায় পৌঁছেছেন।

প্রসঙ্গত ১৯৯৪ সালে প্রথম ৮ হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) উচ্চতার চূড়ায় আরোহণ করেন কামি রিতা শেরপা। এরপর থেকে প্রায়ই তাঁর এভারেস্টে অভিযান চলতে থাকে। ইতিমধ্যেই ‘এভারেস্টম্যান’ নামে পরিচিতি রিতা শেরপা দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করছেন।
৫৪ বছর বয়সি কামি রিতা শেরপা গত সপ্তাহে এভারেস্টে ওঠার বেস ক্যাম্প থেকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। লেখেন- “বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় ২৯তম বারের মতো ওঠার জন্য আবার এসেছি”। ২০১৮ সাল থেকে সবচেয়ে বেশিবার এভারেস্টে ওঠার খেতাব ধরে রেখেছেন। তখন তিনি ইতিমধ্যেই ২২ বার এভারেস্টে আরোহণ করেছিলেন। তিনি আগের অন্য দুই শেরপার সঙ্গে পর্বতারোহণের এই রেকর্ড ভাগাভাগি করেছিলেন। তাঁরা দুজনই অবসর নিয়েছেন।
প্রসঙ্গত গত বছর নেপালের আরেক পর্বতারোহী, ৪৬ বছর বয়সি পাসাং দাওয়া শেরপা ২৬ বার এভারেস্টের শীর্ষে পৌঁছানোর রেকর্ড গড়ে কামি রিতার ২৬তম রেকর্ডকে স্পর্শ করেন। এরপর গত বছর কামি রিতা দুবার এভারেস্টে উঠে ২৭তম ও ২৮ তম রেকর্ড গড়েন।

Leave a Reply