দেবু সিংহ ,মালদা: দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে দরিদ্র লোকশিল্পীদের সংস্কৃতি চর্চা এবং জীবন-জীবিকা গভীর সংকটে। এবারে তাদের সেই সংকটের কথা তুলে ধরে প্রশাসনের দ্বারস্থ হলেন জেলার কয়েকশো লোক শিল্পী। শুক্রবার এই মর্মে পশ্চিমবঙ্গ আদিবাসী ও শিল্পী সংঘ মালদা জেলা শাখার পক্ষ থেকে লোক শিল্পী দের খাদ্য, নগদ অর্থ সাহায্য, অনুষ্ঠানের সুযোগ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মিছিল করতে করতে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন কয়েক শিল্পী। এরপর তারা অতিরিক্ত জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন নিজেদের দাবি দাবি গুলি নিয়ে।