মলয় দে নদীয়া :-শ্রীকৃষ্ণের টানে পেরু থেকে মায়াপুরে এসে ওরাও এখন ভারতীয় নাগরিক। অংশগ্রহণ করেছেন লোকসভা নির্বাচনেও। সালটা তখন ১৯৯৬! নিজের পরিবার আত্মীয়-স্বজনদের ছেড়ে পেরু থেকে বিমানে করে রাশিয়া হয়ে সেখানে দুদিন কাটিয়ে তারপর এসেছিলেন ভারতবর্ষে। এরপর শ্রীকৃষ্ণের টানে চলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর ইসকন মন্দিরে। এরপর থেকে গিয়েছেন মায়াপুরের ভক্ত হয়েই। সঙ্গে তার কেউ নেই তবে তিনি বলেন তার সঙ্গে আছে প্রভু শ্রীকৃষ্ণ।
পেরু থেকে আগত ফ্যানি তানতাভীলকা। প্রায় ২৭ বছর ধরে তিনি রয়েছেন তার দেশ ছেড়ে এদেশে। এখন তিনি পাকাপাকিভাবে এই দেশেরই বাসিন্দা। তার রয়েছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত সচিত্র পরিচয় পত্রই। এর আগেও দু একবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে তিনি জানান আমাদের। এতদিন ধরে বাংলায় থাকার কারণে শিখে গিয়েছেন বেশ খানিকটা বাংলা ভাষাও।
সকাল হতেই গুটি গুটি পায়ে হাতে মালা জপতে জপতে আর পাঁচটি সাধারণ ভারতীয় নাগরিকদের মত তিনিও চলে এলেন ভোটদান করতে তার নিজস্ব ভোটকেন্দ্রে। নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনেই অন্যান্য স্থানীয় নাগরিকদের মতই এসে তিনি লাইনে দাঁড়ালেন। এবং ভোট দিলেন আর পাঁচটি সাধারণ মানুষের মতোই। শুধু উনি নন জানা গেছে এইরকম বিদেশি ভোটারের সংখ্যা নেহাত কম নয়, তবে সংখ্যা স্পষ্ট করে বলা সম্ভব নয় । আবার একেকজন এক এক সময়ে ভোট দান করার কারণে সকলের বক্তব্য তুলে ধরা সম্ভব হলো না অত্যন্ত ব্যস্ততম আজকের এই দিনে।