মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর বড়বাজার ফেরি ঘাটে আজ সন্ধ্যা আনুমানিক আটটা নাগাদ ভাগীরথীর বক্ষে হঠাৎই ভেসে ওঠে এক মৃতদেহ ।
সে সময় গঙ্গাবক্ষে খেয়া পারাপারের জন্য প্রতীক্ষায় ছিলেন সঞ্জয় সরকার নামে এক মাঝি সে ওই মৃতদেহ দেখে নৌকার দাঁড় দিয়ে ভাসমান মৃতদেহকে স্রোতে ভেসে যাওয়া থেকে আটকান । ঘাটে কর্তব্যরত জল সাথী কর্মী মিন্টু মাহাতো শান্তিপুর থানায় খবর দেন এরপর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যদিও মৃতদেহর পরিচয় কিছু জানা যায়নি তবে পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি ছিলেন খালি গায়ে মাটি রঙের একটি হাফপ্যান্ট এবং কোমরে গামছা বাধা অবস্থায় । তার ডান হাতের আঙুলে দুটি ধাতব আংটি ছিলো। তবে শান্তিপুর থানা সূত্রে জানা গেছে এ ধরনের কেউ দু-একদিনের মধ্যে নিখোঁজ নেই তবে পার্শ্ববর্তী কালনা-বর্ধমান নবদ্বীপ এ সমস্ত থানার সাথে নিখোঁজ হিসেবে কেউ আছেন কিনা তা যোগাযোগ করছে শান্তিপুর থানা। তবে খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করার মধ্য দিয়ে পরিবারের সন্ধান পাওয়া যেতে পারে।