মলয় দে নদীয়া:-এই মুহূর্তে যদি ওয়েদার অ্যাক্টিভিটি বলা হয় ইন্টেন্স সিচুয়েশন থাকবে। কারণ হিসেবে যদি বলা হয় একটি ঘূর্ণনাম অর্থ রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে একটি অক্ষরেখাও রয়েছে। ঝাড়খন্ড থেকে সাউথ আসাম। ক্রস করে আমাদের সাউথ বেঙ্গলিও তার ফলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়ছে আমাদের সাউথবেঙ্গলে ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ২২ তারিখ থেকে আবার অ্যাক্টিভিটি কমে যাবে বৃষ্টিপাত কমবে। নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে ঝোড়ো হাওয়া থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা সেই সাথে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া থাকবে নর্থ বেঙ্গল এর ক্ষেত্রে আজকে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কাল কুড়ি তারিখ কাল থেকে নর্থ বেঙ্গলে ঠান্ডার সময় একটিভিটি বাড়বে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও থাকবে এবং ২৩ তারিখে কোচবিহার আলিপুর দুয়ারে জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইম্প্যাক্টযদি বলা হয় ভেজিটেবল crops এর উপরে পড়বে সতর্কবার্তা যদি বলা হয় তাহলে বজ্রবিদ্যুতের সময় সেটের তলায় থাকার তাপমাত্রা যদি বলা হয় দু ডিগ্রি মতো আরো টেম্পারেচার ফল করবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রায় ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি কাছাকাছি থাকবে।