কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় জয়ী শিয়ালদহ ডিভিশনের আরপিএফ জওয়ানরা

Social

দেবু সিংহ, মালদা:বৃহস্পতিবার বিকেলে মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ ব্যারাকে ৩২ তম কবাডি প্রতিযোগিতা শেষ হল। দু’দিন চলা এই কবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় জয়ী হল শিয়ালদহ ডিভিশনের আরপিএফ জওয়ানরা। রানার্স হয় হাওড়া ডিভিশনের আরপিএফ জওয়ানরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে, এডিআরএম সিও কুমার প্রসাদ, মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ কমান্ডেন্ট একে কুল্লু, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পিএনএস সঞ্জয়, মালদা টাউন রেলওয়ে স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওম পাল সিংহ সহ আরপিএফ ও রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা।
বুধবার মালদা রেলওয়ে ডিভিশনের আরপিএফ ব্যারাকে ওই কবাডি প্রতিযোগিতা শুরু হয়েছিল যা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়। এবারে এই ৩২ তম কবাডি প্রতিযোগিতায় আসানসোল, মালদা, শিয়ালদা, হাওড়া ডিভিশনের আরপিএফ জওয়ানরা অংশগ্রহণ করেন। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, আজকের এই খেলায় হাওড়া ডিভিশন ও শিয়ালদা ডিভিশনের আরপিএফ জওয়ানরা খুব ভালোভাবে খেলেছে। আরপিএফ জোয়ানরা তারা সবসময় রেলের সুরক্ষার জন্য তাদের কাজ করে যাচ্ছে। তাদের শরীর পরিচর্যা ঠিকমতো রাখতে হয়। আজকের এই খেলায় দুটো টিমই ভালো খেলেছে। আগামীতে এদের নিয়ে ইস্টান রেলওয়ের কবাডি টিম ভালো তৈরি করতে হবে।

Leave a Reply