সমাপ্ত হলো উচ্চ মাধ্যমিক! ইউনিফর্ম পড়ে ৮ বছরের বন্ধুত্বের নানান স্মৃতি স্মরণীয় করে রাখতে প্রাক বসন্তের আবিরে রাঙলো পরীক্ষা কেন্দ্রের বিদ্যালয় প্রাঙ্গণ !

Social

মলয় দে নদীয়া:- ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি। শেষদিন ছিল ভূগোল পরীক্ষা।

শুরুর আগে থেকেই নিয়মিত ধারাবাহিকতার সাথে তৎপর ছিল জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা। নিয়মিত কঠোর নিরাপত্তার কাজে ব্যস্ত ছিল পুলিশ প্রশাসনও।

তবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছু পরিবর্তন করা হয়েছিল। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল ৯টা ৪৫  থেকে এবং শেষ হয় দুপুর ১ টায়। অর্থাৎ পরীক্ষা চলে মোট ৩ ঘন্টা ১৫ মিনিট।

শেষের দিন ছাত্র-ছাত্রীরা জানায় তাদের পরীক্ষা সার্বিকভাবে ভালই হয়েছে। অনেক ক্ষেত্রেই তারা তাদের নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী এই ৮ বছর ধরে একসঙ্গে পড়ে আসা সহপাঠীদের সাথে প্রগাঢ় বন্ধুত্বের কিছুটা ছেদ পড়তে পারে। কারণ এরপর তাদের নিজে নিজেও পছন্দ অনুযায়ী কেউ জীবিকা মুখী কেউ গবেষণামূলক বিভিন্ন লক্ষে এগিয়ে যেতে ভর্তি হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ।আর সেই কারণেই স্কুল জীবনের ইউনিফর্ম পরিহিত এক অধ্যায়ের শেষ। তাই স্মৃতিচিহ্ন হিসেবে একে অন্যের ইউনিফর্মে লিখে দিচ্ছে বন্ধুত্বের নানান স্মৃতি, অন্যদিকে বসন্ত আসন্ন তারই প্রাক্কালে সকলের সমবেত হওয়ার খুশিতে একে অন্যকে রাঙিয়ে দিচ্ছে রঙিন আবিরে। নদীয়ার শান্তিপুরের একটি বিদ্যালয়ে দেখা গেল ।

Leave a Reply