নিউজ সোশ্যাল বার্তা, ১২ই নভেম্বর ২০১৯, প্রীতম ভট্টাচার্য : কলকাতার বেশ কিছু নাটকের দল কৃষ্ণনগর শহরে তাদের নাটক মঞ্চস্থ করলো চারদিন ধরে। অরণি- র এই নাটকের উৎসবের শুভ উদ্বোধন করেন বিখ্যাত সাহিত্যিক সুধীর চক্রবর্ত্তী মহাশয়। কৃষ্ণনগর রবীন্দ্রভবনে অরণি-র প্রয়াসে এই নাটকগুলি মঞ্চস্থ হয়। পঞ্চমবর্ষে এবার অরণি-র আয়োজনে ৭টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করেন। এদের মধ্যে উষ্ণিক নাট্যদলের ” বাবাই”,কলকাতার রঙ্গীলার কুকুরের লেজ দর্শকদের বেশ মোহিত করে।
শহরে নাটক নিয়ে উন্মদনা ছিলো বেশ চোখে পড়ার মতো। কৌশিক কর, দেবশঙ্কর হালদার,শুভাশীষ মুখার্জী,কৌশিক চট্টোপাধ্যায়ের মত প্রখ্যাত নাট্যব্যক্তিত্ত্ব এই শহরে তাদের নাটক মঞ্চস্থ করেন। অরণি- র সম্পাদক কৌশিক দে বলেন নাটকের মাধ্যমে অসুস্থ সংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিতে ফিরিয়ে আনতে প্রতিবছরই নাটকের আয়োজন করি”।