‘অমৃত ভারত’ স্টেশন প্রকল্পে আধুনিক হতে চলেছে ইতিহাসের স্মৃতি বিজড়িত ‘মালদা কোর্ট স্টেশন’

Social

দেবু সিংহ মালদা:’অমৃত ভারত’ স্টেশন প্রকল্পে আধুনিক হতে চলেছে ইতিহাসের স্মৃতি বিজড়িত ‘মালদা কোর্ট স্টেশন’। তার জন্য বরাদ্দ ৯ কোটি টাকারও বেশি।

সোমবার ভার্চুয়ালি এই স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে ঢেলে সাজানো হবে মালদা কোর্ট স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন প্ল্যাটফর্ম তৈরি, যাত্রীদের জন্য অত্যাধুনিক শৌচাগার, প্রতীক্ষালয়, বসার জায়গা হবে মালদা কোর্ট স্টেশনে। এর পাশাপাশি আরও আলোক উজ্জ্বল এবং প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হবে। আগামী এক বছরের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শতাব্দী প্রাচীন মালদা কোর্ট স্টেশন তৈরি হয় ১৯০৪ সালে। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় এই স্টেশন হয়ে যাতায়াত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই স্টেশনের প্রতীক্ষালয়ে রাত কাটানোর নজির রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এই স্টেশনের সঙ্গে বাংলাদেশে পণ্যবাহী ট্রেন যোগাযোগ চালু রয়েছে। ভবিষ্যতে অমৃত ভারত স্টেশনে অন্তর্গত পরিকাঠামো বৃদ্ধির কাজ শেষ হলে এই স্টেশনে নতুন ট্রেন বৃদ্ধির পথ সুগম হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।

Leave a Reply