নদীয়ার কৃষ্ণনগরে জলঙ্গী নদী সমাজের উদ্যোগে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

Social

সোশ্যাল বার্তা: জলঙ্গি নদী বাঁচাতে একাধিক কর্মসূচি গ্রহণ করে চলেছে নদীয়ার কৃষ্ণনগরের নদী প্রেমী সংগঠন জলঙ্গী নদী সমাজ।

নদীয়ার কৃষ্ণনগরে সাফাই কর্মী, যারা শহর থেকে বাড়ি দূষণমুক্ত করেন জলঙ্গী নদী সমাজ দাঁড়ালো তাদের পাশে। শনিবার সকাল ১১ টা থেকে রায়পাড়া মালোপাড়া এলাকায় চলল সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা। এই কর্মসূচী সম্পূর্নরূপে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব কৃষ্ণনগর পাত্রবাজার।

বিকালে জাতীয় সম্পদ লুঠের ও পরিবেশ ধ্বংসের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর শিশু উদ্যানে। এই তথ্যচিত্র প্রদর্শনীতে জেলার তথা রাজ্যের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

জলঙ্গী নদী সমাজ এর অন্যতম কর্মী ডা: কৌশিক সরকার বলেন, নদী নিয়ে কাজ করলেও অঞ্জনার তীরে অবস্থিত হরিজনপল্লীতে এমন কাজ করার অভিজ্ঞতা প্রথম। ওখানে জলদূষণক্লিষ্ট মানুষজনের জন্য হেলথ ক্যাম্প করা হলো। এঁরা শহরের দূষণ নিজেদের শরীরে নিয়ে পরিবেশ রাখেন স্বচ্ছ। আজও ডাক্তারখানায় এঁদের দেখলে অনেক স্বাস্থ্যকর্মীরা ঘৃণা অনুভব করেন বলে এঁদের মত। সবাইকে অনুরোধ করি নিজের মনে করে এদের পাশে দাঁড়াতে।

তিনি আরও বলেন, জলঙ্গী নদী সমাজ মনে করে কৃষ্ণনগর এর সরকারি অফিস থেকে বাড়ী যারা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন রাখেন তারাই আসল পরিবেশ কর্মী, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

জলঙ্গি নদী সমাজের সদস্য শ্রী তুহীন গুপ্ত বলেন, পরিবেশগত দিকটা বুঝে নিতে এবং পরিবেশ এর ভয়াবহতা সম্পর্কে জানতে বুঝতে একটি
তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা কর হয়েছে। পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে প্রাকৃতিক সম্পদ লুঠ কিভাবে হচ্ছে সেই বিষয়ে এই তথ্যচিত্র প্রদর্শনী।

হরিজন পল্লীতে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু, দাঁত ও রক্তের শর্করা পরীক্ষা করা হয় । ৩ টি বিভাগ মিলে সর্ব মোট ৯৮ জন পরিষেবা গ্রহণ করেন।

 

Leave a Reply