স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশের সহযোগিতায় ১০ বছর পরে নদিয়া থেকে বিহার গেল তিলক

Social

মলয় দে নদীয়া:-দীর্ঘ ১০ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায় তিলক সিং নামে ৩৮ বছর বয়সী বিহারের এক যুবক। দুর্ঘটনায় তার একটি পা কাটা যায়। যেহেতু তিলক মানসিক ভারসাম্যহীন সেহেতু সঠিক ভাবে তার চিকিৎসা না হবার কারণে তার পা পচে যায় তখনই ২ বছর আগে নজরে পরে রানাঘাটের হবিবপুরের দিশারী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা বিনোদ যাদব নামে এক ব্যাক্তির।

তিনি প্রায় ১ বছর ধরে সেই পা কাটা ঘা হয়ে যাওয়া যুবকটিকে প্রতিদিন ড্রেসিং করে ও থাকা খাওয়ার ব্যবস্থা করেন। এই ভাবেই তার বাড়ির ঠিকানা না বলতে পারার কারনে চলে থাকা চিকিৎসা। পরবর্তী সময় বীরনগরের সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়।

তিলকের ঠিকানা তাহেরপুর থানাকে খুজে বের করার জন্য অনুরোধ করেন তারা। সেই মোতাবেক তাহেরপুর থানার ওসি সুজয় বাবুর নির্দেশে প্রভাব বাবু বিহারের বিভিন্ন থানায় তার ছবি সহ যোগাযোগ শুরু করে অবশেষে বিহারে তিলকের ঠিকানার খোজ মেলে।

তার বাবা ও জামাই বাবুকে ডাকা হয় নদীয়ার তাহেরপুরে। আনন্দে আত্মহারা তার পরিবার বিহার থেকে ছুটে আসে ছেলেকে নিতে। আজ তাহেরপুর থানার মধ্যে বীর ও দিশারী সংগঠনের লোক জনের সামনে তার বাবা ও জামাই বাবুর হাতে তুলে দেয় তিলককে। তিলককে দেখে তার বাবার চোখে জল চলে আসে। তার বাবা যারা এতদিন তিলককে দেখেছে তাদের ধন্যবাদ জানায় তার পরিবার সাথে পুলিশের এই কাজে তারা খুশি। সঠিক ঠিকানা না থাকার কারণে কতটা কঠিন তার ঠিকানা বের করা আর সেই কঠিন কাজকে সরল করে দেখালো তাহেরপুর থানা।

Leave a Reply