বাগদেবীর আরাধনার দিনে বসে আঁকো প্রতিযোগিতা

Social

অশোক নগর : শিশুমনের বিকাশ ঘটাতে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে বাগদেবীর আরাধনায় এক অন্যরকম আয়োজন করা হলো অশোকনগরে।

অশোকনগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে পিছিয়ে পড়া এলাকায় শিশুদের মধ্যে বসে “আঁকো প্রতিযোগিতা” এবং “যেমন খুশি তেমন সাজো” অনুষ্ঠান করা হয়। এলাকার বিশ্বজিৎ এবং উওম দুইজনের চেষ্টায় বিশ্বজিৎ কোচিং সেন্টার এর ব্যবস্থাপনায় পাড়ার ছোটরা অংশগ্রহণ করে এই বসে আঁকো প্রতিযোগিতায়।সমাজের বর্ষীয়ান এবং শিক্ষিত সচেতন মানুষেরা এই উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply