পুতুল নাচের মাধ্যমে মনোরঞ্জনের সাথে শিশু মনে প্রভাব ফেলে সচেতনতার বার্তা

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার বুকে এবার পুতুল নাচের আয়োজন করা হলো কলকাতা থেকে আগত ডানার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপরে মানুষকে সচেতনতার বার্তা দিতে এই পুতুল নাচের আয়োজন করা হয়।

বর্তমানে দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক ব্যবহারের সংখ্যা প্লাস্টিক বর্জন করা বা বিভিন্ন বিষয়ের উপরে সাধারণ মানুষকে সচেতনতা করার উদ্দেশ্যেই ও ছোট্ট শিশুদেরকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ মূলত পুতুল হলে খুব সফট যা শিশুরা অতি সহজেই তারা ভাষাটা বুঝতে পারে। সুকুমার রায় কাজের লোক পুতুল নাচের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে করা হলো নদীয়া জেলাতে।

শুক্রবার বিকেলে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া এই পুতুল নাচ ২০০৭ থেকে মহিলাদের গঠন করা এই ডানা সংস্থা পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে এই পুতুল নাচ প্রদর্শন করা হয় শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত পূর্ণিমা মিলনীর পঞ্চম অভিনয় মেলায়।

Leave a Reply