ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মৃতিতে উৎসর্গকৃত রক্তদান শিবির

Social

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ রাজ্যবাসী মেতে উঠেছে মহাশ্বেতা – র বন্দনায়। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে নানান ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।১৪ ই ফেব্রুয়ারি আজকের দিনে যুবক – যুবতীরা ‘ ভ্যালেন্টাইন দিবস ‘ পালন করছে। তাদের কাছে আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন।অপর দিকে আজকের দিনটা দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে দুঃখ ও বেদনার দিন। আজকের দিনটা দেশবাসীর ইতিহাসে ‘ ইন্ডিয়ান ব্লাক ডে ‘

‘ কালা দিবস ‘ হিসাবে চিহ্নিত হয়ে আছে। আজকের দিনটার কথা অনেক ভারতবাসীই ভুলে গেছে।
আজকের দিনটা যে কারণে আমাদের কাছে দুঃখ ও বেদনার দিন তা হল,২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ৩টা ৩৭ মিনিটে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি শহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন- বাহিত আত্নঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে প্রথমে চল্লিশ জন জওয়ান এবং পরে আর ও চার জন জওয়ান মোট চুয়াল্লিশ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দল(সি আর পি এফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিল। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গী সংগঠন জাইশ- ই – মহম্মদ এই হামলার দায়ভার স্বীকার করেছে।হামলাকারী ছিল পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জয়শ -ই-মহম্মদের সদস্য। এই হামলার জন্য ভারত – পাকিস্তান কে দায়ী করেছে। পাকিস্তান এই হামলার নিন্দা করেছে এবং এর সাথে তাদের যে কোনো ও সংযোগ অস্বীকার করেছে।
গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা বিধান সভা কেন্দ্র তথা আমতা ২ নং পঞ্চায়েত সমিতির অধীন থলিয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ‘ ধাঁইপুর আমরা কয়েকজনা ‘ সংস্থার পরিচালনায় ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ মহাশ্বেতা বন্দনা ও পুলওয়ামা -য় ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মৃতিতে উৎসর্গকৃত ‘ ব্লাক ডে ‘ ‘ কালা দিবস ‘ পালন করা হল রক্তদান শিবিরের মাধ্যমে।
এই স্মৃতি রক্ষার্থে মানবিক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জওয়ান অচিন্ত্য কুমার দাস, জওয়ান সত্যজিৎ মান্না, জওয়ান অনিমেশ পাত্র, জওয়ান লাল্টু পাত্র, জওয়ান রমেন সাঁতরা, জওয়ান প্রদীপ কুমার দলুই। উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,থলিয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দলুই।
রক্তদান শিবিরে সাত জন মহিলা সহ পঞ্চাশ জন রক্তদান করেন।পঞ্চাশ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
ধাঁইপুর আমরা কয়েকজনা সংস্থার পরিচালনায় মহাশ্বেতা বন্দনা উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান সূচিতে আছে রক্তদান শিবির, কম্বল বিতরণ, এলাকার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান,এক দিবসীয় আট দলীয় নক আউট পাওয়ার বল প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান।

Leave a Reply