মলয় দে নদীয়া :- বাংলাদেশ ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত পেশায় শিক্ষক গৌতম চন্দ্র বিশ্বাস তার স্ত্রী সান্তনা রানী রায়, ছেলেকে নিয়ে আজ বাদকুল্লায় ভাগ্নে গৌরাঙ্গ মন্ডলের বাড়িতে আসছিলেন কলকাতা মুকুন্দপুর ডাক্তার দেখানোর উদ্দেশ্যে।
ট্রেন পরিবর্তন করার জন্য রানাঘাটে সপরিবারে রানাঘাটে নামেন ওই পরিবার, ভুল করে উঠে পড়েন শান্তিপুর লোকালে, ওঠার পরেই ট্রেনের মধ্যে ঘটে বিপত্তি। গৌতম বাবুর টিকিট পকেটে রাখা ৭৫ হাজার টাকা হাতিয়ে নিতে উদ্রত হলেই তিনি হাত চেপে ধরেন, চিৎকার করতে থাকেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারতে মারতে নিয়ে আসেন শান্তিপুর স্টেশন পর্যন্ত। জানা যায় চোর সন্দেহে ওই ব্যক্তির নাম রাজু মন্ডল বাবার নাম মৃত অসিত মন্ডল মাজদিয়া বাগানপাড়ায় তাদের বাড়ি। আজকের এই ঘটনায় তার সাথে যুক্ত ছিল রানাঘাট কুপার্স ক্যাম্পের বাবু ঘোষ নামে অপর এক ব্যক্তি। ট্রেনের মধ্যে থেকেই কিছু টাকা নিয়ে ভিড়ের মধ্যে মিশে যান।
অন্যদিকে ধৃত শান্তিপুর জিআরপি র পক্ষ থেকে তুলে দেওয়া হয় , রানাঘাট জিআরপির হাতে। রানাঘাট জিআরপির প্রতিনিধির সামনে, উদ্ধার হওয়া ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গৌতম বাবুর কাছ থেকে জানা যায় কোমরে হাড় সংক্রান্ত অসুস্থতার জন্য, কলকাতা মুকুন্দপুর এ অর্থপেডিক চিকিৎসকের কাছে আগামীকাল যেতেন তারা। বাদকুল্লায় আত্মীয় বাড়িতে আজ রাতে থাকার পরিকল্পনা ছিলো।