৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবসে নিমতৌড়ী স্মৃতি সৌধে উদ্বোধন হল গান্ধী ভবনের

Social

মদন মাইতি: ৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবসে নিমতৌড়ী স্মৃতি সৌধে উদ্বোধন হল গান্ধী ভবনের।

স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের স্মৃতিবিজড়িত তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধ অর্থাৎ তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর সর্বাধিনায়ক বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ব্রিটিশ শাসনকালে এটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সমান্তরাল জাতীয় সরকার। প্রতি বছর ১৭ডিসেম্বর
যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় থাকে। দিনটি পালন করার তাগিদে হয়তোবা দেশ ভক্তি থেকেই একত্রে জমা হন প্রচুর মানুষ। বরং বলা বাহুল্য দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এলাকার মানুষ। মূলত দেশের কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কিংবা মানুষের কল্যাণে সর্বদা খেটে যাচ্ছেন এমন মানুষরা আমন্ত্রিত থাকেন এই বিশেষ অনুষ্ঠানে।
তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে রবিবার ৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন তমলুকের বিধায়ক ডাঃ সৌমেন কুমার মহাপাত্র। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবসে যাদের যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সর্বাধিনায়ক সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধাড়া, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু সহ একাধিক মনীষীদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। সেই সাথে হলদিয়া উন্নয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় উদ্বোধন হবে জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত গান্ধী ভবনের। উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, বিধায়ক তিলক চক্রবর্তী, ব্রহ্মময় নন্দ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply