প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্রেক্টিসনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো নদীয়ার ফুলিয়ায়

Social

মলয় দে নদীয়া -নদীয়ার বিভিন্ন প্রান্তের ৩০০ জন গ্রামীন চিকিৎসক আজ সম্মেলনে যোগ দেয় নদীয়ার ফুলিয়া সুকান্ত ভবনে. জানা যায় জেলাভিত্তিক এটা তাদের দ্বিতীয় সম্মেলন. নদীয়া জেলা কমিটির সদস্য নির্মল কুমার বসাক বলেন বর্তমান রাজ্য সরকার তাদের অনেকটাই মানবতা দিয়েছেন বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যে বিশেষ ট্রেনিং করিয়ে প্রাণিসম্পদ রক্ষায় দায়িত্ব দিয়েছিলেন. কিন্তু শংসাপত্র এখনো পাওয়া যায়নি তাই আজকের সম্মেলন থেকে সেই দাবি রেখেছি আমরা।

সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, একসময় আর এম পি এ নামে অতি বাম পরিচালিত গ্রামীণ চিকিৎসকদের সংগঠন ছিলো, ৩৪ বছর বাম শাসনে কোনো উপকার মেলেনি গ্রামীণ চিকিৎসকদের। রাজ্যব্যাপী প্রায় আড়াই লক্ষ চিকিৎসককে একটি ছাতার তলায় আনার জন্য গঠিত হয় প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংক্ষেপে পি আর এম পি ডব্লিউ এ। আজকের এই সম্মেলন থেকে নতুন কমিটি গঠন সহ নানান বিষয়ে চিকিৎসকরা তাদের সমস্যার কথা জানান যা লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে সেই সমাধান করার চেষ্টা করা হবে। তবে বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী তাদের দিকে নজর দিয়েছেন অনেকটাই। এখন তারা সুরক্ষিত তবে আরো বেশ কিছু কাজ বাকি, সেই কারণেই এই সম্মেলনে আলোচিত হয়েছে নানান বিষয়।

Leave a Reply