সোশ্যাল বার্তা: হাতে পোষ্টার, চিকিৎসকদের কাছে দেখানো রোগীদের সামনে স্কেল নিয়ে স্কুল পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উপস্থিত জনসাধারনের সামনে বক্তব্য রাখছেন একজন করে পড়ুয়া। আজ যে বিশ্ব এইডস দিবস।এই রোগ হলে মানুষের কী কী লক্ষন দেখা দিতে পারে? কী ভাবেই তার প্রতিরোধ করা সম্ভব।সেই কারনে আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে অশোকনগর নাসিং স্কুলের পড়ুয়া এই রকম সচেতনতা কর্মসূচীর উদোগ গ্রহন করতে দেখা যায়। এইডস নির্মূলে সচেতনতা মূলক কর্মসূচী হিসাবে অশোকনগর স্কুলের পড়ুয়ারা নিজেদের বক্তব্যের মাধ্যমে হাসপাতালে আগত সকল উপস্থিত মানুষদের সচেতন করবার পাশাপাশি লিফলেট প্রদান করেন।এমনকী পোষ্টার নিয়ে হাসপাতাল প্রাঙ্গনে একটি পদযাত্রা করেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিং স্কুলের প্রিন্সিপাল সহ নাসিং এর সাথে যুক্ত সকল বর্ষের নাসিং ছাত্ররা সহ নাসিং স্টাফ।আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে অশোকনগর নাসিং স্কুলের প্রিন্সিপাল শ্রীযু্ক্তা সীমা দেবনাথ ঘোষ এইডস এর বিষয়ে গুরুত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন এইডস রোগে আক্রান্ত রোগীর সাথে শাস্তি যোগ অপরাধ নয়,এমনকী কোন বৈষম্যমূলক আচরণ যেন দেখানো না হয়।