নিজস্ব প্রতিবেদন, ভগবানপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে আলোর উৎসবে মেতে উঠলো ভগবানপুর বাসী। সোমবার মহা অষ্টমীর পূর্ণ লগ্নে কাজলাগড়ে উদ্ধোধন হলো জগদ্ধাত্রী পুজোর। ফিতে কেটে পুজো মন্ডপের উদ্ধোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এছাড়াও এদিন উদ্ধোধনী মঞ্চের প্রধান অতিথির আসন অলংকৃত করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক তানভির আফজাল, এগরার মহকুমা শাসক মনজিৎ কুমার যাদব, ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, ভগবানপুর ১ নং ব্লকের বিডিও সহ অন্যান্যরা আধিকারিগন। ভগবানপুর ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে গঠিত ভগবানপুর ১ নং ব্লক সাংস্কৃতিক সংস্থা এই পুজো পরিচালনা করে। পুজোর বয়স ৪৮ । থিমের মন্ডপ নয় সাবেকি মন্ডপ ও প্রতিমা দেখতে কাজলাগড় রাজবাড়ী এই পুজোর ভিড় জমিয়েছেন স্থানীয়রা। কয়েকদিন ব্যাপি পুজোর আয়োজনে রয়েছে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও এদিন উদ্ধোধনী মঞ্চে ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গো পুজো পরিক্রমায় সেরা পুজো কমিটি গুলোর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।