সমবায় সপ্তাহ পালন নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে

Social

মলয় দে নদীয়া:- নদিয়ার কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো ৭০ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান। শনিবার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও বহু গুণীজনের উপস্থিতিতে ও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দিনব্যাপী চলে সমবায় সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান। সমবায় সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যেসব মানুষজন সমবায় সমিতিগুলির আঙিনার বাইরে রয়েছেন তাদেরকে সমিতির ছাতার তলায় নিয়ে এসে সমবায় সমিতির জনমুখী পরিষেবার আওতায় নিয়ে আসাই উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য বলে এইদিন জানান উপস্থিত সমবায় কর্তারা।

বর্তমানে কৃষ্ণগঞ্জ ব্লকে প্রায় ৩২ হাজার মহিলা সমবায় সমিতিগুলির ছত্রছায়ায় থেকে ঋণের সুবিধা ছাড়াও একাধিক পরিষেবা পাচ্ছেন। এছাড়াও ভবিষ্যতে তাদেরকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে সমবায় গুলির পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি সরকারিভাবে অনুদানের সুবিধা ও তাঁরা পেয়ে থাকেন। যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই সেই সব মানুষজন নিজেদের স্বনির্ভর করে তুলার মধ্যে দিয়ে উপার্জনের পথ খুঁজে পান। ফলে আর্থিকভাবে তাঁরা যেমন লাভবান হ ন তেমনি বহু সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষজনদের সাংসারিক জীবনে উন্নতি সাধন ঘটে। মূলত সেই কারণেই সমবায় সপ্তাহ পালনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যেসব মানুষজন সমবায় সমিতি গুলির আওতার বাইরে আছেন তাদেরকে একত্রিত করে সমবায় সমিতির পরিষেবা প্রদান করায় তাদের একমাত্র লক্ষ্য বলে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জানান উপস্থিত সমবায় কর্তা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তারা।

Leave a Reply