মলয় দে নদীয়া :-দেবতাদের নিয়েও নারী পুরুষের ভেদাভেদে সোচ্চার এ প্রজন্মের ভক্তবৃন্দরা। কার্তিক পূজাতে যদি, নিঃসন্তান দম্পতির মঙ্গল কামনায় কার্তিক ফেলা হয় তাহলে লক্ষ্মী সরস্বতী কেন নয়! এ প্রশ্ন দুই এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইলেও বর্তমানে, সামঞ্জস্যর ছবিতে ছয়লাপ। কার্তিক ছেড়ে লক্ষী ফেলায় , ক্রমশ ঝুকছে সমাজ। এরকমই এক খুঁজবে আমরা পৌঁছেছিলাম শান্তিপুর শহরের মাতাল গড় এলাকার ঘোষপাড়ায়। ওই এলাকার বাসুঘোষ পেশায় আনাজ বিক্রেতা একমাত্র ছেলে তাঁত শ্রমিক। তার নিজের এবং অন্যান্য ভাইদের একান্নবর্তী পরিবারের আটটি মেয়ের একের পর এক বিয়ে হয়ে যাওয়ার পর, বর্তমানে নাকি লক্ষ্মী শূন্য হয়েছে পরিবার। আর তাতেই বৌদি, কাকিমা জেঠিমা প্রতিবেশীদের মা লক্ষ্মী মূর্তি ফেলে বাড়িতে লক্ষ্মী আগমনের প্রয়াস। বৃহস্পতিবার হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঘরে লক্ষ্মী পেয়ে খুশি পরিবারও। সাধ্যমত খিচুড়ি আলুর দম দিয়ে নৈশ ভোজের আমন্ত্রিত হয়েছেন পাড়ার সকলে।
পরিবারকর্তৃ জানান, টিনের ভাঙ্গা ঘরে, মা লক্ষ্মী যদি ভালোবেসে আসে তাহলে পরিবারের সদস্য করে নিতে রাজি।