মলয় দে নদীয়া:-ক্ষ্যাপা ষাঁড়ের গুঁতোয় গুরুতর আহত ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। হাত ও পায়ে গুরুতর আঘাত লাগাতে এখন বিকলাঙ্গ পরিস্থিতিতে বিছানায় বৃদ্ধা। নদীয়ার শান্তিপুর গবার চর মাঝেরপাড়া এলাকার ঘটনা।
পরিবারের দাবি, ওই খ্যাপা ষাঁড়টি বিগত কয়েক মাস ধরেই এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশু থেকে শুরু করে প্রতিবেশীরা ভয়ে বাইরে বেরোতে পারে না, কখন জানি খ্যাপা ষাঁড় ছুটে আসে। যদিও এর আগেও ওই ষাঁড়ের গুঁতোয় বেশ কয়েকজন আহত হয়েছিলেন, এখনো তার জের যায়নি, তার মধ্যে ঘটে গেল আবার একটি ঘটনা।
আহত বৃদ্ধার নাম কাঞ্চনী বিশ্বাস বয়স আনুমানিক ৯০ বছর। পরিবারের দাবি, বাড়ির লাগোয়া একটি প্রাচীরে হেলান দিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধা, তখনই ক্ষ্যাপা ষাঁড়টি ছুটে এসে তাকে গুতো মারতে শুরু করে। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধা এরপর তারা নিয়ে যান হাসপাতালে যদিও হাত ও পায়ে গুরুতর আঘাত লাগাতে চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অভিযোগ এর আগেও একাধিক ঘটনা ঘটে গেলেও প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি। প্রতিবেশীদের দাবি, ষাঁড়টির তাণ্ডবে ভয়ে এলাকা ছাড়তে হবে, নাকি এই ভাবেই আতঙ্কের মধ্যে থাকতে হবে তাদের। প্রতিবেশীদের প্রশাসনের কাছে এখন একটাই অনুরোধ, ক্ষ্যাপা ষাঁড়টির ব্যবস্থা করা হোক।