মহাদেবপুর ফুটবল মাঠে দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা

Social

দেবু সিংহ: পুরাতন মালদার মুচিয়া অঞ্চল ক্রীড়া চক্রের পরিচালনায় মুচিয়া মহাদেবপুর ফুটবল মাঠে শনিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল ৩৫ তম দিবারাত্রি নকআউট এক ফুটবল প্রতিযোগিতা । এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল। শনিবার তার সেমিফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা।

এই নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে মঞ্চে উপস্থিত ছিলেন পুরাতন মালদা জেলা পরিষদ সদস্য জোসনা সরকার, মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস, মুচিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডেন্ট হরেন দাস, সমাজ সেবক নিতাই মন্ডল, সহ মুচিয়া অঞ্চল ক্রীড়াচক্রের সদস্য বৃন্দ । আজকের এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকা সহ ট্রফি এবং রানার্স দলকে নগদ তিরিশ হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয় বলে জানা যায় । এই দিবা রাত্রি ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় বহু ফুটবল প্রেমীরা।

Leave a Reply