স্বাধীনতা দিবসে গাছের চারা বিলি সহ একাধিক কর্মসূচি কৃষ্ণনগর মেরিনার্সের

Social

সোশ্যাল বার্তা: ১৫ ই আগস্ট দিনটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস আর এই দিনটিই শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবেরও প্রতিষ্ঠা দিবস। নদীয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর মেরিনার্স পথে নেমে তাদের ধারাবাহিক কর্মসূচিতে আজকের দিনটিকে বেছে নিয়েছিল। প্রথমে দেশের জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করে। তারপর ডেঙ্গু প্রতিরোধের বার্তা নিয়ে পথে নামে তারা।  বিসর্জন ঘাটের থেকে শুরু করে পোষ্ট অফিসের মোড় অবধি কৃষ্ণনগর এর রাস্তার দুই ধারের ড্রেনে তারা ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করে।

এরপর পোষ্ট অফিস মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসু ও কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের গলায় মালা প্রদান করে। বর্তমানে পরিবেশের দুর্বিষহ গরম,দূষণ মাত্রাবৃদ্ধি এবং বাতাসে অক্সিজেন এর ভারসাম্য বজায় রাখতে চারা গাছ বিলির মত সামাজিক প্রয়াস করতেও দেখা গেল। ছোট বাচ্চা ও পথ চলতি মানুষদের কৃষ্ণনগর মেরিনার্স এর পক্ষ থেকে লজেন্স ও সবুজ মেরুন কেক বিতরণ করে অ্যাপায়ন করা হয়। সবুজ মেরুন এর এই কর্মকাণ্ডে পথ চলতি প্রচুর মানুষ নিজ ইচ্ছায় এগিয়ে আসেন অংশগ্রহণ করতে। সংগঠনের সভাপতি শ্রী শ্যামল হালদার পুরোটা থেকে কর্মসূচি টি পালন করেন। যারা রাস্তায় নেমে কর্মসূচি সফল করতে এগিয়ে আসেন স্বরূপ দত্ত, সায়ন, সুতীর্থ, সুতসোম, শুভজিৎ, সন্দীপন,শিবম,অমিতাভ, প্রীতম, মনজিৎ, শুভজিৎ, সৌরভ, সন্দীপ্ত, শোভন, শুভ্রনীল আরো অনেকে।

কৃষ্ণনগর মেরিনার্সের পক্ষে ডা:কৌশিক সরকার বললেন খেলায় হার জিত থাকবেই আমাদের ছেলেরা হেরে ফেরার সময় অনেক কটূক্তি শুনেছে, তারা ভেঙে পরেনি, মন খারাপ করে ঘরে বসে থাকেনি, তারা ২ দিনের মধ্যেই পথে নেমে সামাজিক কাজ করে দেখিয়ে দিলো মোহনবাগানের স্পিরিট। আগামী দিনে আরো বেশ কিছু সামাজিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে বিভিন্ন্ সংগঠনের কাছে যাবে।

Leave a Reply