১৮ হাতের মহালক্ষ্মীর পুজো ! এক হাজার আটটি বেলপাতা দিয়ে যজ্ঞ

Social

দেবু সিংহ,বামনগোলা: মালদার বামনগোলায় পূজিতা হবেন ১৮হাতের মহালক্ষ্মী। মালদহ জেলার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থম আশ্রমে পূজিতা হছে ১৮হাতের কোজাগরী মহালক্ষ্মী ঠাকুর।

এদিন সকালে ১৬ রকম উপাচার দিয়ে মায়ের পুজো দেওয়ার নিয়ম রয়েছে।সেই উপাচারে বস্ত্র,আলতা,কাজল,চিরুনি,ধুপচি, সহ নানা কিছু দেওয়া থাকে।এছাড়াও ওই দিন মায়ের রাজকীয় ভোগে অন্ন,৫রকম ভাজা,৩তিন রকম তরকারি, ডাল,বিভিন্ন রকম মিষ্টি নিবেদন করা হয়।এদিন মহালক্ষ্মীর পুজোয় এক হাজার আটটি বেলপাতা দিয়ে বিরাট যজ্ঞ করা হয়।মায়ের আরতির অনুষ্ঠানও নিষ্ঠার সহিত করা হয়।পূজিতা মহালক্ষ্মীর এক হাতে থাকে ভগবান নারায়ণের সুদর্শন চক্র, বাকি সতেরোটি হাতেত্রিশূল,গদা,তীর,ধনুক,কুঠার,বজ্র,জপের মালা,শঙ্খ,পদ্ম সহ অন্যান্য অস্ত্র দিয়ে সুজজ্জিত থাকে।শুধু তাই নয়,একই আশ্রমে রাতে চিত্র পটের কোজাগরী রূপে মায়ের পুজো দেওয়া হয়।

দেবী মাকে লুচি,সুজি,মিষ্টি নিবেদন করা হয়।পুজোতে গ্রামের মহিলারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।তাঁদের প্রসাদ বিতরণ করা হয়।মায়ের এই মহালক্ষ্মীর শক্তির রূপের দর্শন করতে অগনিত ভক্তরা ছুটে আসেন

Leave a Reply