এক সপ্তাহ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

Social

উত্তর দিনাজপুর: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তিন কর্মীর লালা নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। সেই কারনে আগামী এক সপ্তাহের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার এমনই নির্দশিকা জারি করা হয়েছে। তবে, স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলবে। জানা গিয়েছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, ফিনান্স অফিসার সহ মোট ৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এক সপ্তাহ পর বুধবার সেই ৫ জনের লালা নমুনার মধ্যে তিন জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ কারণে, রেজিস্টার ব্রাঞ্চের সকলেই হোম আইসোলেশনে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাকিদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সাত দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী ২৫ অগস্ট পর্যন্ত স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলবে বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যে অনিল ভুঁইমালি জানিয়েছেন, করোনা আক্রান্ত তিন জনের থেকে বাকি কর্মীদের মধ্যে ভাইরাস সংক্রমণ রোধে আগামী সাত দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলতে থাকবে। পাশাপাশি রিপোর্ট নেগেটিভ থাকলেও ওই কর্মীদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।

Leave a Reply