নদীয়ার শান্তিপুরে ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি র উদ্যোগে মার্কেট কমপ্লেক্স উদ্বোধন

Social

মলয় দে’ নদীয়া :-তাঁত শিল্পীদের সহযোগিতা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের কথা ভেবে নদীয়ার শান্তিপুর ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে শান্তিপুরে গড়ে তোলা হচ্ছে একটি মার্কেট কমপ্লেক্স । রবিবার শান্তিপুর সুত্রাগড়ের নতুন হাট এলাকায় প্রস্তাবিত ওই মার্কেট কমপ্লেক্সের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু । যদিও উদ্বোধক হিসেবে নাম থাকলেও অন্য কাজে ব্যস্ত থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে পারেননি শান্তিপুর পুরসভার মুখ্য প্রশাসক অজয় দে । বহু বছর ধরেই শান্তিপুর সুত্রাগড়ের নতুন হাট এলাকায় জমি পড়েছিল শান্তিপুর ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির। এবার সেই জমিতে মার্কেট কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে সোসাইটির পক্ষ থেকে । যদিও ওই জমিতে রয়েছে একটি জলাশয়। ওই সোসাইটির সম্পাদক অশোক ঘোষ জানিয়েছেন,’ দীর্ঘদিন ধরে আমাদের জমি পড়ে থাকলেও মার্কেট কমপ্লেক্স তৈরী করার চিন্তাভাবনা আমরা করে উঠতে পারিনি । এজন্য আমাদের বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মন্ত্রী রত্না ঘোষ কর ও স্বপন দেবনাথ । তাদের উৎসাহ নিয়েই আমরা এই জমিতে মার্কেট কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি । জমিতে যে জলাশয় রয়েছে, তাতে গার্ডওয়াল দিয়ে ঘিরে সৌন্দর্যায়নের প্রতিও আমাদের বিশেষ লক্ষ্য রয়েছে । প্রস্তাবিত ওই মার্কেট কমপ্লেক্স নির্মাণ সম্ভব হলে ওই কমপ্লেক্সে বসে ব্যবসা করার সুবিধা পাবেন একাধিক তাঁতশিল্পী । কর্মসংস্থান হবে প্রচুর বেকার যুবক- যুবতীর । আমাদের সমিতির সদস্য রয়েছেন ১৫০ জন । তাদের অনেকেরই কর্মসংস্থান হবে ।’

এদিন শিলান্যাস অনুষ্ঠানে প্রায় ৩০০ দুস্থ ও গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় । উদ্বোধক রিক্তা কুন্ডু জানিয়েছেন,’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন । আইন মেনে চলা সমিতিগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে । এই সমিতিকেও আইন মোতাবেক সৌন্দর্যায়নের জন্য বলেছি। ওরা সঠিক পথে চললে আমরা ওদের পাশে থাকব ।’

Leave a Reply