নদীয়ার তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন এসডিপিও এবং পৌরপিতা

Social

মলয় দে নদীয়া:- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যেই । বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা এসে পৌঁছেছে। চিরাচরিতভাবে মাতৃ বন্দনা ষষ্ঠী থেকে শুরু হলেও, মহালয়ার পর থেকে প্রতিবাদ দ্বিতীয়া এভাবেই বিভিন্ন ধর্মীয় উপাচারের প্রচলিত রয়েছে। তবে তা সাবেকি পুজো গুলির ক্ষেত্রে। তবে দুর্গাপূজো এখন উৎসবে পরিণত হওয়ায় বারোয়ারি এবং অন্যান্য পূজা উদ্যোক্তারা অনেক আগেভাগেই তাদের মন্ডপসজ্জা আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনের সুযোগ রাখেন। অন্যদিকে উৎসব প্রেমপ্রেমী বাঙালিরা ভিড় এড়াতে জেলার বিভিন্ন প্রান্তে কিংবা কলকাতায় আয়োজন দেখতে বিভিন্ন পূজা মণ্ডপে পৌঁছে যান আগেভাগেই।
নদীয়ার তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের মন্ডপ সজ্জার এবং প্রতিমার দ্বার উদঘাটন হলো গতকাল সন্ধ্যায়। এ বছর তাদের পুজো নবম বর্ষে পদার্পণ করলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী প্রবীর মন্ডল এসডিপিও রানাঘাট উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার পৌর পিতা শ্রী উত্তমানন্দ দাস উপস্থিত ছিলেন মাননীয় সুজয় কুমার মন্ডল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রাণতোষ দত্ত এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ।

Leave a Reply