সোশ্যাল বার্তা: ফিট ইন্ডিয়া কর্মসূচি ৪.০ উপলক্ষে নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প (NSS) এর উদ্যোগে ১৬ই অক্টোবর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি প্রদান করা হয়। এছাড়াও বিজয়ী এবং বিজেতা দুই দলের সমস্ত খেলোয়াড়দের মেডেল দিয়ে উৎসাহিত করা হয়।
আটটি দলের খেলায় প্রতিটি দলে যিনি ম্যান অফ দ্যা ম্যাচ হন তাকে পুরস্কার স্বরূপ জার্সি দেওয়া হয়।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান “ভারত সরকারের যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ৪.০ কর্মসূচি চলছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে শারীরিক বিষয়ে সক্ষমতা বাড়াতে ও ছাত্র-ছাত্রীদের ক্রীড়াঙ্গন মুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়”।
খেলার মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা।