দেবু সিংহ মালদা: নিয়ম নিষ্ঠার সাথে বাগদেবীর বন্দনায় ব্রতী হল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
বৃহস্পতিবার সকাল থেকে নিয়ম নিষ্ঠার সাথে পূজা করা হয় বিদ্যার দেবী সরস্বতী দেবীর।
পুরোহিতের ভূমিকায় ছিলেন, রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপনন্দজি মহারাজ এবং রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী সুরাত্মানন্দজি মহারাজ।
এছাড়াও বিদ্যালয়ের ছাত্ররা পূজায় সাহায্য করে।
বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ের ছাত্ররা ভিড় জমিয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে। এর পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভক্তরা ভিড় জমান সেখানে।
সকাল থেকে উপোস থাকার পর বিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য ভক্তরা পুষ্পাঞ্জলী দেন।
রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপনন্দজি মহারাজ বলেন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে বিশেষ নিয়মে পুজো করা হয় সরস্বতী দেবীর।
পুজোর পরে যজ্ঞের আয়োজন করা হয়।
এর পাশাপাশি পূজা উপলক্ষে এ বছর প্রায় কুড়ি জন শিশুকে হাতে খড়ি দেওয়া হয়। এদিন সারাদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী সুরাত্মানন্দজি মহারাজ বলেন, সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্ররা চিত্র প্রদর্শনী এবং মডেল প্রদর্শনী করে।
মোট ২৮ জন ছাত্র অংশগ্রহণ করে চিত্র প্রদর্শনীতে।
বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সংকেত পাঠক জানাই, প্রতিবছরই সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয়ে পুষ্পাঞ্জলী দিতে আসে তারা। সকলের সুস্থ জীবন এবং ছাত্রদের যাতে পড়াশোনা ভালো হয় সেই প্রার্থনা করা হয় বাগদেবীর কাছে।