দেবু সিংহ,মালদা: মালদার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরের সুখানদিঘি এলাকায় উচ্চ মাধ্যমিক স্তরের টেকনো গ্লোবাল স্কুলের ভূমিপুজোর মাধ্যমে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণের কাজ শুরু হল।
এদিন উপস্থিত ছিলেন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি, আইএমএ-র সভাপতি ডা: তাপস চক্রবর্তী, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও শঙ্কু বোস, সহ সভাপতি ভাস্কর রায় প্রমুখ।
ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হবে এখানে। অন্যদিকে গত বছর ১২ নভেম্বর থেকে এই জেলায় প্রাথমিক স্তরে টেকনো গ্লোবাল স্কুলের পড়াশোনা শুরু হয়েছে পুরাতন মালদার সেতুমোড় এলাকায়। সেখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা হচ্ছে। এবার মহাবিদ্যালয়ের জন্য জায়গার খোঁজ শুরু হয়েছে। এ ব্যাপারে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি জানান, আমাদের জেলাতেও টেকনো পথচলা শুরু করেছে। আগামী দিনে তারা কলেজ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও শঙ্কু বোস জানান, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল চালু হতে চলেছে নারায়ণপুরে।
জমি পেলে কলেজ স্তরের পড়াশোনার শুরু করা যাবে। আমরা শুধু পুঁথিগত বিদ্যাই নয়, একজন আদর্শ ছাত্র তৈরি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।