লাগাতার বৃষ্টিতে চাষের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাজারে ব্যাপক মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখছেন আনাজ ব্যবসায়ীরা

Social

মলয় দে নদীয়া:- গভীর নিম্নচাপের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের মাঠে। লাগাতার বৃষ্টিপাতে মাথায় হাত চাষিদের! কাঁচা লঙ্কা, কচু, উচ্ছে পটল ঝিঙে এবারের লাগাতার নিম্নচাপের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। যার ফলে আপাতত বাজারে খানিকটা প্রভাব পড়লেও সিঁদুরে মেঘ দেখছেন আনাজ ব্যবসায়ীরা। সদ্য লাগানো মুলো, টমেটো বেগুন, ফুল এবং পালং শাক, বাঁধাকপি বিট গাজর এ ধরনের আনাজের চারাগাছ কিছুতেই বাঁচাতে পারছেন না আপ্রান চেষ্টা করেও! ছত্রাক ঘটিত নানান রোগের আক্রমণ দেখা দিচ্ছে পর্যাপ্ত সূর্যের আলো না পৌঁছানোর কারণে।

গাঁদা ফুল রজনীগন্ধা ফুলসহ বেগুন টমেটো ফুলকপি সবেতেই লেদা পোকার আক্রমণে নাজেহাল কৃষকরা। ঔষধ দেওয়ার পর মাঝে মাঝে বৃষ্টিতে তা ধুয়ে যাচ্ছে। ধানের জমিতে জল জমার কারণে মাজরা পোকা, শাকি পোকা এবং ধ্বসা রোগে বিঘার পর বিঘা জমি নিয়ে চিন্তিত চাষী ভাইরা। দীর্ঘ লকডাউন এ গণ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে, ফসলের ন্যায্য দাম পাননি তারা। ধার দেনা করে বাড়তি দামের বীজ সার ওষুধ খরচ করে সারাদিন রোদ জল ঝরে পরিশ্রম করে আশার আলো এখন বিশবাঁও জলে।কিছুদিন আগেও মারাত্মক লাগাতার বৃষ্টিতে ক্ষতি হয়েছিলো বেগুন লংকা কাকরোল কুমড়ো ঝিঙে পটল সহ বিভিন্ন আনাজ ভর্তি মাঠ! আবারো এই ক্ষতি কতটুকু সামাল দিতে পারবেন কৃষকরা?

Leave a Reply