নিউজ সোশ্যাল বার্তা : একাধিক অভিযোগ তুলে রেশন ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচকের সাহিলাপুর এলাকায়।
জানা গেছে ওই এলাকার বাসিন্দা তথা রেশন ডিলার চারুবালা মন্ডল সম্প্রতি মারা যান। তারা অবর্তমানে তার ছেলে অজিত মন্ডল কাজকর্ম দেখাশোনা করেন। অভিযোগ নির্দিষ্ট পরিমাণ মতো মাল দেন না। তাই তারা আজ রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেশন ডিলার। তাদের দাবি গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। রেশন ডিলারের পাল্টা অভিযোগ তাকে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসানো হচ্ছে।