উন্নত প্রজাতির রেশম সুতা কাটাই প্রশিক্ষন শিবির শুরু

Social

দেবু সিংহ, কালিয়াচকঃ উন্নত প্রজাতির রেশম সুতা কাটাই প্রশিক্ষন শিবির শুরু হল মালদার কালিয়াচকের মহেশপুর চাতরা এলাকায়।

মালদা জেলার কালিয়াচকে ১১ টি উন্নতমানের মাল্টি এন্ড রিলিঙ্গ মেশিন সরবরাহ করা হয়েছে। সেই সব মেশিনে কাজ করার জন্য প্রশিক্ষন প্রাপ্ত রিলার দরকার।

রাজ্য সরকার ১১০ জন রিলারকে উন্নত মানের রেশম সুতো কাটাই প্রশিক্ষন এর উদোগ নিয়েছে। সেই উদ্যোগের ফল স্বরূপ ১ মাস ব্যাপি প্রশিক্ষণ শুরু হল। সোমবার দুপুরে প্রথম দিন
উপস্থিত ছিলেন উপ অধিকর্তা রেশম উশা দাস, সম্প্রসারণ আধিকারিক শেখর চক্রবর্তী, সিদ্ধার্থ ঘোষ ও চন্দন ঝা প্রমুখ । প্রশিক্ষন এর ফলে মালদা জেলায় উন্নত মানের রেশম সুতো তৈরী করা যাবে।

Leave a Reply