মদন মাইতি, এগরা: শারদীয়ার প্রারম্ভিক কালে এগরা কলেজে অনুষ্ঠিত হলো শারদ শুভেচ্ছা উৎসব। মঙ্গলবার কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। চারা গাছে জল সেঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার তামিলী। এছাড়াও এদিন প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. শিল্পীশ্রী গিরি, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর বিভাগের কো-অর্ডিনেটর ড.শান্তনু দলাই, নাটক ও নাট্যচর্চা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. মলয় বারিক , কলেজের প্রধান কোরনিক দেবীদাস ত্রিপাটি প্রমুখ। এদিন শুধু নাটক ও নাট্য চর্চা বিভাগ নয় কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগনও অতিথির আসন অলংকৃত করেন। কলেজের প্রায় ৬০ জন অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষাকর্মীকে স্মারক, পুষ্পস্তবক ও সুগন্ধি চন্দনের ফোঁটা দিয়ে সম্বর্ধনা জানায় ছাত্রছাত্রীরা। এছাড়াও এদিন শারদ শুভেচ্ছা উৎসব ও শিক্ষক সম্বর্ধনার পাশাপাশি পুনর্মিলনী ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হয়। প্রবীন ও নবীনদের উপস্থিতে এদিনের অনুষ্ঠান যেন মিলন ক্ষেত্র হয়ে উঠে। নাচ গান আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান মনরোম করে তোলে বিভাগের ছাত্র ছাত্রীরা। বিভাগের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক সকলের নজর কাড়ে। শেষে সকলকে অভিনন্দন জানান নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্র-ছাত্রীরা।