সিসি ক্যামেরায় শহরকে মুড়ে ফেলার উদ্যোগ নিল জেলা পুলিশ ও প্রশাসন

Social

দেবু সিংহ, মালদা: পুজোর মরশুমে প্রতিমা দর্শনার্থীদের থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বজায় রাখতেই সিসি ক্যামেরায় মালদা শহরকে মুড়ে ফেলার উদ্যোগ নিল জেলা পুলিশ ও প্রশাসন । যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে এবার থেকে জেলার প্রতিটি থানাগুলির মাধ্যমে মনিটরিং করা হবে। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার থানায় সিসি ক্যামেরার মনিটরিং রুম সহ বেশ কিছু আধুনিক পরিষেবার উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। তার সঙ্গে উপস্থিত হয়েছিলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার থানার আইসি আশীষ দাস সহ জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন উত্তরবঙ্গের আইজিকে ইংরেজবাজার থানায় পদস্থ পুলিশ কর্তা ও কর্মীরা স্যালুটের মাধ্যমে স্বাগত জানান।
মালদা জেলায় ১৪টি সাধারণ থানা রয়েছে। একটি ইংরেজবাজার মহিলা থানা রয়েছে । এছাড়াও একটি সাইবার ক্রাইম থানা রয়েছে। পাশাপাশি জেলায় মোট সাতটি পুলিশ ফাঁড়িও রয়েছে। প্রতিটি থানা এবং পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় শহরগুলিতে এই সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। যেগুলি প্রতিটি থানা থেকেই বিশেষভাবে মনিটরিং করা হবে।
জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় দূর্গা পুজোর মরশুমে সবথেকে বেশি ভিড় হয় ইংরেজবাজার শহরে। এর পরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে পুরাতন মালদা পুরোসভা এলাকায়। ইংরেজবাজার শহরে কমপক্ষে ৪০০টি ছোট ও বড় দুর্গাপুজো হয়ে থাকে ।পুরাতন মালদা পুরসভা এলাকায় প্রায় ১০০ টি দুর্গাপুজো হয়ে থাকে। ফলে পুজোর মরশুমে এই জেলার পাশাপাশি বাইরে থেকেও হাজার হাজার মানুষ প্রতিমা দর্শনের জন্য পুজোর কটা দিন ভিড় করে মালদা শহরে । আর এই পরিস্থিতিতেই আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং শহর ও গ্রামীণ এলাকার মানুষদের স্বাভাবিক পরিষেবা দিতেই এই সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply